সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়ায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কের পাথারিয়া বাজার সংলগ্ন পাথারিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজিচালিত অটোরিকশাচালক এমরান মিয়া (৩৫) শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা এবং স্কুলছাত্রী তাওহিদা বেগম (১৩) দিরাই উপজেলার শরীফপুর গ্রামের শায়খুল ইসলাম সজিবের মেয়ে। তাওহিদা স্থানীয় সুরমা উচ্চবিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
আহতরা হলেন শরীফপুর গ্রামের বাসিন্দা হিরণ মিয়ার মেয়ে ফাতেমা বেগম (১২), মাসুক মিয়ার মেয়ে সুনারা বেগম (১২), মাসুদ উল্লার ছেলে তালেব আলী (৬০) ও কটাই মিয়ার ছেলে মক্তছর আলী (৬০)।
জানা যায়, সকালে পাথারিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। সাকিন পরিবহনের বাসটি ঢাকা থেকে দিরাই যাচ্ছিল। অপরদিকে দিরাই থেকে পাগলা বাজারে যাচ্ছিল অটোরিকশাটি।
পাথারিয়া ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ‘সকালে আমাদের বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেই। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহত ও নিহতদের উদ্ধার করেছেন। বাসের চাপায় অটোরিকশা একেবারে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক স্কুলছাত্রী নিহত হন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, ‘সড়কে যান চলাচল স্বভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে।’
মন্তব্য করুন