বাড়ির বড় মেয়েকে হেলিকপ্টারে করে শ্বশুরবাড়ি পাঠানোর ইচ্ছে ছিল কনের বাবার। শ্বশুরের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে বিয়ের আসরে এলেন সৌদি প্রবাসী বর।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এমন ব্যতিক্রমী বিয়ের হয়েছে। উপজেলার ভলাকূট ইউনিয়নের খাগালিয়া গ্রামে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা বর মো. আব্দুল হাকিম তালুকদার একই উপজেলার পার্শ্ববর্তী গোয়ালনগর ইউনিয়নের মৃত শিশু মিয়া তালুকদারের ছেলে। সৌদিতে প্রবাসী বরের নিজস্ব ব্যবসা রয়েছে। এদিকে হেলিকপ্টারে বিয়ের আয়োজনকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
কনের বাবা সাবেক ইউপি সদস্য মো. আরাফাত আলী জানান, আজকে আমার বড় মেয়ের বিয়ে হচ্ছে। সন্তানদের মধ্যেও সে সবার বড়। আমার ইচ্ছে ছিল মেয়েকে হেলিকপ্টারে চড়িয়ে শ্বশুরবাড়ি পাঠাব। জামাই আমার ইচ্ছে পূর্ণ করেছে, আমি আনন্দিত হয়েছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। বিয়ের দাওয়াতে আসা চাতলপাড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার বলেন, বর-কনে দুজনই হাওড় এলাকার বাসিন্দা। যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় হেলিকপ্টার তো দূরের কথা চার চাকার গাড়িই দেখা যায় না। আজকে এই হাওর অঞ্চলের বিয়েতে হেলিকপ্টার দেখে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
এ ব্যাপারে সৌদি প্রবাসী বর মো. আব্দুল হাকিম তালুকদার জানান, বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখা এবং শ্বশুরের শখ পূরণের জন্যই হেলিকপ্টারে করে বিয়ে করতে আসা। এ ছাড়া আমার ও আমার পরিবারেরও আগে থেকেই ইচ্ছে ছিল বিয়েটা এভাবে করার। সবার উদ্দেশে বলব, জীবনে টাকা কামাও আর খরচ কর। পরিশেষে দেশবাসীর কাছে দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন।
নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, খাগালিয়ার কনে আর গোয়ালনগরের বরের হেলিকপ্টারে করে বিয়ের বিষয়টি চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা আমাকে জানিয়েছিলেন। সেখানে নিরাপত্তার দায়িত্বে পুলিশ নিয়োজিত ছিল।
মন্তব্য করুন