ফরিদপুরের ভাঙ্গায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশুসন্তানের সামনে পানিতে ডুবে মনির হাওলাদার (৩০) নামে এক বাবার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে কুমার নদে এ ঘটনা ঘটে।
মনির হাওলাদার (৩০) তিনি উপজেলার চন্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামের সানো হাওলাদারের ছেলে। মৃত মনির ঘারুয়া গ্রামের স্বপন শিকদারের মেয়ের জামাই। তার সাত বছরের ছেলে ও পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।
এলাকাবাসী জানায়, নিহত মনির শুক্রবার দুপুরে শিশুপুত্রকে নিয়ে নদীর ঘাটে গোসল করতে যান। গোসলে নেমে পড়ে গিয়ে আর উঠতে পারেননি তিনি। শিশুপুত্রের সামনে তলিয়ে যেতে থাকলে সে ভয়ে দৌঁড়ে বাড়িতে এসে খবর দেয় যে, তার বাবা পানিতে পড়ে গেছে। শ্বশুরবাড়ির লোকজন উদ্ধারের জন্য দৌড়ে গিয়ে নদীর ঘাটে তল্লাশি করে তাৎক্ষণিক মনিরকে পায়নি। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর ঘাট থেকে প্রায় ১০০ গজ উত্তরে ঘারুয়া ব্রিজের নিচে জঙ্গলের ভেতর থেকে মনিরের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
মন্তব্য করুন