মুন্সীগঞ্জের গজারিয়ায় জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গ্রাম্য সালিশে সংঘর্ষ চলাকালীন গুলিবর্ষণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে জসিম উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় প্রত্যক্ষদর্শী সঙ্গে কথা বলে জানা যায়, জমিসংক্রান্ত বিষয় ও পরিবারিক বিরোধের জেরে হোগলাকান্দি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে তার খালাতো শ্যালক হাবিব উল্লাহর ছেলে হৃদয় আহমেদের দ্বন্দ্ব বাধে। শুক্রবার এ বিষয়ে পারিবারিকভাবে একটি সালিশের আয়োজন করা হয়। গ্রাম্য সালিশে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হন জসিম উদ্দিন নামে এক ব্যক্তি। এই ঘটনার কিছুক্ষণ পর নিজের ক্ষমতা জানান দিতে হৃদয় আহমেদ তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন।
স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায়, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার এসআই সেকেন্দার আলী।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরি হয়ে চিকিৎসক ডা. কামরুন নাহার বলেন, শুক্রবার দুপুর একটার দিকে জসিম উদ্দিন নামে একজন রোগী আমাদের হাসপাতালে আসেন। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়টি গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে এরকম একটি খবর পেয়েছি। শুনেছি গ্রাম্য সালিশে জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। গুলির ঘটনা শুনেছি, তবে এখনো পর্যন্ত তার কোনো প্রমাণ আমরা পাইনি।
মন্তব্য করুন