ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, শ্রমজীবীদের রেশন প্রদানসহ ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশের আয়োজন করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বরিশাল জেলা ও মহানগর।
বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য দেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের জেলা সমন্বয়কারী এ কে আজাদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্ত্তী প্রমুখ।
এতে বক্তারা গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিকদের নিয়োগপত্র, সার্ভিস বই প্রদান, নারী শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানান।
মন্তব্য করুন