পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে মিরসরাইয়ে ননা মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ অক্টোবর) মিরসরাই পৌরসভায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার শিশুটি তার বাবাকে ডাকতে বাড়ির বাইরে যায়। এ সময় ননা মিয়া ভুলিয়ে শিশুটিকে নির্জন এলাকায় নিয়ে শ্লীলতাহানি করেন। এ সময় শিশুটির কান্নার শুনে আশপাশের লোকজন একত্রিত হয়ে ওই ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে জানালে তিনি ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মিরসরাই পৌরসভার সীতাপুকুর এলাকায় এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে ননা মিয়া নামের এক বৃদ্ধকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি এখন থানাহাজতে রয়েছেন। আজ (শনিবার) তাকে আদালতে পাঠানো হবে।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন