পাবনার আটঘরিয়ায় ৩ নারী ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। আজ রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার আটঘরিয়া বাজারস্থ অগ্রণী ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নাজমুলের স্ত্রী খাদিজা খাতুন (২১), শুভ হোসেনের স্ত্রী আদরী খাতুন (৩৫), একই জেলার কুমারখালী উপজেলার সিদ্দিক হোসেনের স্ত্রী মমতাজ খাতুন (৪৫)।
অগ্রণী ব্যাংকের ম্যানেজার জানায়, ওইদিন দুপুরের দিকে আটঘরিয়া উপজেলার রতিপুর গ্রামের রুমা খাতুন ব্যাংক থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে ফেরার সময় সিঁড়ির উপরে ওই তিন মহিলা তার টাকা ছিনতাই করে যাওয়ার সময় তিনি চিৎকার করলে পাশের জনগণ ছিনতাইকারীদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটঘরিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন