কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১০:৫০ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ছাত্রদল নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জে ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে ছাত্রদল নেতা তাকবির উদ্দিন রকিবের বাড়ির থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

পৌর শহরের হারুয়া মানিক ফকিরের গলি এলাকায় এই অভিযান চালায় সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল।

জানা গেছে, রকিব উদ্দিন হারুয়া এলাকার আবু তাহেরের (মাইক তাহের) ছেলে। সে গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন মানিক ফকিরের গলি এলাকায় একটি বাসায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকাতা সৃষ্টির জন্য কিছু অস্ত্র সংগ্রহ করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে লোক জমায়েত হয়ে অস্ত্র তৈরিও করছে। এর সত্যতা যাচাইয়ে সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে এসে দরজা খোলার জন্য বললেও দরজা খুলেনি। বরং ঘরের লাইট বন্ধ করে ভেতরে একটি বিকট শব্দের সৃষ্টি করে তারা পালিয়ে যায়। পুলিশ বাসার সীমানা প্রাচীরের ওপর দিয়ে লাফ দিয়ে ভেতরে ঢুকে স্থানীয় লোকজনকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশের পর ঘর তল্লাশি করে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। রাত ১০ টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ঘরের ভেতর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে চাইনিজ কুড়াল, চাকু, চাপাতি, একাদিক রামদা, কিরিচ, বল্লম, হাতুরি, অস্ত্র বানানোর ড্রিল মেশিন, করাতসহ আরও অনেক অস্ত্র।

ওসি আরও বলেন, গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তাকবীর উদ্দিন রকিব বেশ কিছুদিন আগে বাসাটি ফারুক মিয়ার কাছ থেকে ভাড়া নেয়। রকিব ভাড়া বাসায় তার অঙ্গসংগঠনের লোকজনদের নিয়ে অস্ত্র তৈরি করে ও নাশকতা সৃষ্টি করার জন্য পরিকল্পনা করে এবং এখান থেকে পরিকল্পনা করে এই শহরে একটি অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে পুলিশের কাছে তথ্য ছিল। রকিব ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে গেলেও তার ব্যবহৃত স্ট্রেচার (হাতে ভর দিয়ে হাঁটার যন্ত্র), রকিবের পোস্টার পাওয়া গেছে। এতে ধারণা করা যাচ্ছে রকিব ও তার অঙ্গসংগঠনের লোকজন এখানে জমায়েত ছিল। আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে কেবল নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে’

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

১০

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১১

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১২

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১৩

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৪

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৫

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৭

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৯

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

২০
X