কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১০:৫০ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ছাত্রদল নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জে ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে ছাত্রদল নেতা তাকবির উদ্দিন রকিবের বাড়ির থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

পৌর শহরের হারুয়া মানিক ফকিরের গলি এলাকায় এই অভিযান চালায় সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল।

জানা গেছে, রকিব উদ্দিন হারুয়া এলাকার আবু তাহেরের (মাইক তাহের) ছেলে। সে গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন মানিক ফকিরের গলি এলাকায় একটি বাসায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকাতা সৃষ্টির জন্য কিছু অস্ত্র সংগ্রহ করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে লোক জমায়েত হয়ে অস্ত্র তৈরিও করছে। এর সত্যতা যাচাইয়ে সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে এসে দরজা খোলার জন্য বললেও দরজা খুলেনি। বরং ঘরের লাইট বন্ধ করে ভেতরে একটি বিকট শব্দের সৃষ্টি করে তারা পালিয়ে যায়। পুলিশ বাসার সীমানা প্রাচীরের ওপর দিয়ে লাফ দিয়ে ভেতরে ঢুকে স্থানীয় লোকজনকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশের পর ঘর তল্লাশি করে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। রাত ১০ টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ঘরের ভেতর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে চাইনিজ কুড়াল, চাকু, চাপাতি, একাদিক রামদা, কিরিচ, বল্লম, হাতুরি, অস্ত্র বানানোর ড্রিল মেশিন, করাতসহ আরও অনেক অস্ত্র।

ওসি আরও বলেন, গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তাকবীর উদ্দিন রকিব বেশ কিছুদিন আগে বাসাটি ফারুক মিয়ার কাছ থেকে ভাড়া নেয়। রকিব ভাড়া বাসায় তার অঙ্গসংগঠনের লোকজনদের নিয়ে অস্ত্র তৈরি করে ও নাশকতা সৃষ্টি করার জন্য পরিকল্পনা করে এবং এখান থেকে পরিকল্পনা করে এই শহরে একটি অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে পুলিশের কাছে তথ্য ছিল। রকিব ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে গেলেও তার ব্যবহৃত স্ট্রেচার (হাতে ভর দিয়ে হাঁটার যন্ত্র), রকিবের পোস্টার পাওয়া গেছে। এতে ধারণা করা যাচ্ছে রকিব ও তার অঙ্গসংগঠনের লোকজন এখানে জমায়েত ছিল। আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

১০

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১১

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

১২

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

১৩

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১৪

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১৫

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১৬

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৭

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৯

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

২০
X