সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, আটক ৯

আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি। ছবি : কালবেলা
আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি। ছবি : কালবেলা

রাজধানীতে পূর্বঘোষণা অনুযায়ী বিএনপির ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশদ্বার আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। এ সময় ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে রাজধানীমুখী লেনে এই তল্লাশি চলছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শুরু হওয়া এই চেকপোস্টে বাস, মাইক্রোবাসসহ সব প্রকার পরিবহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফীর বলেন, নিয়মিত তল্লাশি অভিযানে এ পর্যন্ত আটক হয়েছে ৯ জন। আওয়ামী লীগ-বিএনপির সমাবেশকে ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যেই মূলত আমাদের এই তল্লাশি অভিযান পরিচালনা হচ্ছে।

তিনি বলেন, অভিযানকালে আমরা ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করি। যাচাইবাছাই শেষে আমরা নিয়মিত মামলা করব। বিশেষ করে আশুলিয়া সাভার একটি শিল্পাঞ্চল হওয়ায় কয়েক লাখ মানুষের বসবাস এ অঞ্চলে। এসব মানুষের ভিড়ে অনেক অপরাধীরা বিভিন্ন সমাবেশেগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটায়। সে কারণেই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে কাজ করে আসছি। তল্লাশি পরিচালনাকালে সাধারণ মানুষের সাময়িক অসুবিধার জন্যেও দুঃখ প্রকাশ করেন পুলিশের এই কর্মকর্তা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে আমাদের এই তল্লাশি চলছে। তাছাড়াও যেহেতু রাজধানীতে দুটি দলের সমাবেশ রয়েছে কাজেই কেউ যেনো ঢাকায় প্রবেশ করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সে কারণে তল্লাশি কার্যক্রমে জোর দেওয়া হয়েছে। দল মত নির্বিশেষে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে পুলিশের কাজ। সুতরাং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

বুধবার আওয়ামী লীগ ও বিএনপি এবং তাদের সমমনা দলগুলো পৃথক কর্মসূচি পালন করছে। বিএনপি নয়াপল্টনে বেলা ২টায় গণসমাবেশ করবে। আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে। ক্ষমতাসীন দলটি বেলা আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে।

বিএনপিদলীয় সূত্র জানিয়েছে, আজকের সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ কিংবা মহাসমাবেশের ঘোষণা করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

অবৈধ ইটভাটায় অভিযান, ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা

কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

শীতে ত্বক-চুল সুন্দর রাখতে চিয়া সিড কীভাবে খাবেন

কালবেলায় সংবাদ প্রকাশ, দুদকের মুখোমুখি এলজিইডির প্রকৌশলী

টাকায় এমপিওভুক্তিসহ নানা দুর্নীতি, প্রমাণ মিললেও বহাল মাউশির ৫ কর্মকর্তা

হামজার শুভেচ্ছায় বিস্মিত মুশফিক: জানালেন কৃতজ্ঞতা

১০

বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ

১১

যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী

১২

‘১০০ টেস্ট খেলেছি—এখনো বিশ্বাস হয় না’

১৩

ইউটিউব না ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আয় সম্ভব?

১৪

দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল

১৫

চট্টগ্রাম বন্দরে নতুন মাইলফলক, একদিনে ৬৩০১ গেটপাস ইস্যু

১৬

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

১৭

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

১৮

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

১৯

গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের

২০
X