সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, আটক ৯

আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি। ছবি : কালবেলা
আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি। ছবি : কালবেলা

রাজধানীতে পূর্বঘোষণা অনুযায়ী বিএনপির ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশদ্বার আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। এ সময় ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে রাজধানীমুখী লেনে এই তল্লাশি চলছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শুরু হওয়া এই চেকপোস্টে বাস, মাইক্রোবাসসহ সব প্রকার পরিবহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফীর বলেন, নিয়মিত তল্লাশি অভিযানে এ পর্যন্ত আটক হয়েছে ৯ জন। আওয়ামী লীগ-বিএনপির সমাবেশকে ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যেই মূলত আমাদের এই তল্লাশি অভিযান পরিচালনা হচ্ছে।

তিনি বলেন, অভিযানকালে আমরা ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করি। যাচাইবাছাই শেষে আমরা নিয়মিত মামলা করব। বিশেষ করে আশুলিয়া সাভার একটি শিল্পাঞ্চল হওয়ায় কয়েক লাখ মানুষের বসবাস এ অঞ্চলে। এসব মানুষের ভিড়ে অনেক অপরাধীরা বিভিন্ন সমাবেশেগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটায়। সে কারণেই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে কাজ করে আসছি। তল্লাশি পরিচালনাকালে সাধারণ মানুষের সাময়িক অসুবিধার জন্যেও দুঃখ প্রকাশ করেন পুলিশের এই কর্মকর্তা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে আমাদের এই তল্লাশি চলছে। তাছাড়াও যেহেতু রাজধানীতে দুটি দলের সমাবেশ রয়েছে কাজেই কেউ যেনো ঢাকায় প্রবেশ করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সে কারণে তল্লাশি কার্যক্রমে জোর দেওয়া হয়েছে। দল মত নির্বিশেষে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে পুলিশের কাজ। সুতরাং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

বুধবার আওয়ামী লীগ ও বিএনপি এবং তাদের সমমনা দলগুলো পৃথক কর্মসূচি পালন করছে। বিএনপি নয়াপল্টনে বেলা ২টায় গণসমাবেশ করবে। আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে। ক্ষমতাসীন দলটি বেলা আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে।

বিএনপিদলীয় সূত্র জানিয়েছে, আজকের সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ কিংবা মহাসমাবেশের ঘোষণা করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাওয়া কি নেককার হওয়ার লক্ষণ?

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

১০

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

১১

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

১২

সিলেটের সাদা পাথরকাণ্ডে ১০ সুপারিশ

১৩

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

১৪

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

১৫

দোকানে গেলেই মিলবে একাকিত্ব দূর করার উপায়    

১৬

বিচারক-রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

১৭

দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির সেক্রেটারি

১৮

জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

১৯

বোরকা পরা ছাত্রীদের ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানোকে ঘিরে বিতর্ক

২০
X