‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ এ শ্লোগান নিয়ে বগুড়ার ধুনট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়েছে। উৎসবে বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীকে ডিম খাওয়ানো হয়।
বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও ডিম খাওয়া উৎসব অনুষ্ঠিত হয়।
অপরদিকে শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয় এ শ্লোগান নিয়ে ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। দুপুর ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান।
উপজেলা ভেটেরিনারি সার্জন আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, শরিফুল ইসলাম খান, থানার ওসি রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, শফিকুল ইসলাম, ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
মন্তব্য করুন