সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৮:৫৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ‘মুজিব’ চলচ্চিত্র দেখে কাঁদলেন শিক্ষার্থীরা

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনীতে কাঁদছেন দর্শনার্থীরা। ছবি : কালবেলা
‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনীতে কাঁদছেন দর্শনার্থীরা। ছবি : কালবেলা

‘মুজিব : একটি জাতির রূপকার’-ছবির একেবারে শেষের মুহূর্ত। পর্দায় ভেসে ওঠল ১৫ আগস্টের সেই মন খারাপের দৃশ্য। কিছু বিপথগামী সেনা সদস্য ঢুকে পড়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে। এরপর মুহুমুহু গুলি। সেই গুলিতে ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়েন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়া মহান মানুষটি সপরিবারে মারা যাওয়ার সেই দৃশ্যায়ন দেখতে দেখতে আর আবেগ সামলে রাখতে পারলেন সিনেমা হলে পর্দার সামনে বসা শিক্ষার্থীরা। সেই দৃশ্য দেখতে দেখতে অনেকেই কেঁদে দেন।

বৃহস্পতিবার (১৯) অক্টোবর বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ জানতে তার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত মুজিব : একটি জাতির রূপকার চলচ্চিত্রটি বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখিয়েছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের নেতাকর্মীরা। মহান মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই নিজেদের উদ্যোগে টিকিট কেটে এই সিনেমা দেখিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের কাজীর দেউড়ির সুগন্ধা সিনেমা হলে এ সিনেমাটি দেখেন নগরীর বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

আয়োজক চট্টগ্রাম নগর ছাত্রলীগের নেতা রবিউল হোসেন রবিন বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্থপতির জীবন ও কর্মের চিত্রায়নে তরুণ চলচ্চিত্র তারকাদের অভিনীত ছবিটি নতুন প্রজন্মকে ঐতিহাসিক আখ্যানের সঙ্গে গভীরভাবে সংযুক্ত করবে। চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম এবং তরুণ-তরুণীরা চলচ্চিত্রটি দেখার সময় ও ইতিহাসকে কল্পনা করার সুযোগ পাবে। আমি বিশ্বাস করি এই সিনেমাটি সাধারণ শিক্ষার্থীরা দেখলে বঙ্গবন্ধুর জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবেন এবং নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হবে। এ ধারণা থেকেই আজ বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই সিনেমা দেখেছি।’

উদ্যোক্তাদের আরেকজন নগর ছাত্রলীগের সদস্য ইফতেখার হোসাইন শায়ান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা চট্টগ্রাম নগর ছাত্রলীগের উদ্যোগে টিকিট কেটে আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে টিকিট কেটে মুজিব: একটি জাতির রূপকার সিনেমাটি দেখালাম। এতে শিক্ষার্থীরা আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে ও শিখতে পেরেছে।

চলচ্চিত্রটি দেখতে শিক্ষার্থীরা বলেন, আমরা বই পড়ে ও টেলিভিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জেনেছি। তাকে ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ইতিহাস পড়েছি। নগর ছাত্রলীগের নেতাদের উদ্যোগে তাকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি দেখলাম। এর মাধ্যমে আমরা বঙ্গবন্ধুকে নতুনভাবে জেনেছি। আমাদের ভীষণ ভালো লেগেছে। আবার ১৫ আগস্টের দৃশ্যায়ন দেখে কেঁদেছিও।

প্রতিক্রিয়া দেখতে ক্লিক করুন এখানে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারির তারিখ জানা গেল 

একনজরে বিপিএল নিলামের শীর্ষ ১০ দামি ক্রিকেটার

সুটকেসে মিলল আলোচিত বিউটি ইনফ্লুয়েন্সারের লাশ

এই প্রথম বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপির রায় আজ

১৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেপ্তার

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

টানা ৭ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

জ্যেষ্ঠ সাংবাদিক ইব্রাহিম আজাদ আর নেই

বিপিএল নিলাম: কোন দল কত টাকা খরচ করল

পয়েন্ট হারাল রিয়াল, জিতল লিভারপুল

১০

স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশের সঙ্গে সেলফি

১১

কালবেলার সাংবাদিক শাকিল ফারুকের বাবা মারা গেছেন

১২

ক্ষুব্ধ জয়া বচ্চন

১৩

আজ বিশ্ব এইডস দিবস

১৪

সকালবেলার এই ৯ অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে

১৫

পুকুরে মিলল অন্তঃসত্ত্বা গৃহবধূর বস্তাবন্দি মরদেহ

১৬

বার্ষিক, নির্বাচনী ও বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার নির্দেশ

১৭

শতাব্দীর ইতিহাসের বিরল সূর্যগ্রহণ দেখা যাবে যেসব এলাকায়

১৮

সাতসকালে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১৯

বিজয়ের মাস শুরু

২০
X