চট্টগ্রাম বন্দর দিয়ে ক্যালসিয়াম কার্বনেট আমদানির ঘোষণা দিয়ে আনা হয়েছে বিপুল পরিমাণ ডেক্সট্রোজ, গুঁড়া দুধ, কফি মেট ও মেনথল। মিথ্যা ঘোষণায় আনা এসব পণ্যের চারটি কনটেইনার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মিথ্যা ঘোষণার এ চালানে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শতভাগ কায়িক পরীক্ষা শেষে শুক্রবার (২০ অক্টোবর) বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক জানান, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কায়িক পরীক্ষা ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে শুল্ক ফাঁকির বিষয়টি নির্ধারণ করে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে রাখা ওই চালানের চারটি কনটেইনার খুলে পরীক্ষা করেন কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা।
কাস্টমস সূত্র জানায়, জি ওয়াই ট্রেড নামের একটি প্রতিষ্ঠান চায়না থেকে কার্বনেট ক্যালসিয়াম আনার ঘোষণা দিয়েছিল। ঘোষণা অনুযায়ী, এমভি ওয়াই জাহাজে চারটি কনটেইনারে করে এসব পণ্য চট্টগ্রাম বন্দরে আসে। কিন্তু সেগুলো খালাস হওয়ার আগেই এসব পণ্য আবারও জাহাজে সিঙ্গাপুরে পাঠানোর রিটার্ন অব বোর্ড (রোব) ঘোষণা করা হয়। অন্যদিকে কাস্টম হাউসের এআইআর শাখা চালানটি মিথ্যা ঘোষণার পণ্য সন্দেহে বিশেষ নজরদারিতে রাখে। পরে কাস্টমসের চাপে চালানটি জাহাজ থেকে নামাতে হয়।
বৃহস্পতিবার চালানটি শতভাগ কায়িক পরীক্ষা সম্পন্ন হয়। এতে ঘোষিত পণ্য পাওয়া যায় মাত্র তিন টন। বাকি বস্তায় ১৫ টন গুঁড়া দুধ, ৬০ টন ডেক্সট্রোজ, এক টন কফি মেট ও তিন টন মেনথল পাওয়া যায়।
মন্তব্য করুন