চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

শীত মৌসুম আসার আগেই চট্টগ্রামে শুরু হয়েছে গ্যাসের সংকট। গত দুই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ বিঘ্ন হওয়ার খবর মিলেছে। গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে এবার দেখা গেছে বিদ্যুতের বিপর্যয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্টরা বলছেন, একটি কেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছে।

রোববার (২২ অক্টোবর) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত বিভিন্ন নগরের বিভিন্ন এলাকা ধাপে ধাপে বিদ্যুৎ বিভ্রাট হয়। এতে নগরের বাকলিয়া, বগারবিল, দিদার মার্কেট, আসকারদিঘির পাড়, কাজির দেউড়ি, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েন।

পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী রেজাউল করিম বলেন, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কারিগরি ত্রুটির কারণে শিকল বাহা বিদ্যুৎকেন্দ্রে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছিল। তাই কোথাও ৫ মিনিট, কোথাও ১০ মিনিট কিংবা আধাঘণ্টা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়। কারিগরি ত্রুটির কারণ খতিয়ে দেখা হবে।

তবে নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বেশিরভাগ এলাকায়। নগরের বাকলিয়ার বেশ কিছু এলাকায় রোববার সকাল থেকেই লোডশেডিং হচ্ছে।

এদিকে গত দুই দিন চট্টগ্রাম মহানগরীর বেশ কিছু এলাকায় হঠাৎ গ্যাস সংকট দেখা গেছে। এতে বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁয়ও দিনের বেশিরভাগ সময় চুলা জ্বলেনি। শনিবার এবং রবিবার সকাল থেকে হালিশহর, রহমতগঞ্জ, আগ্রাবাদ, অলঙ্কার, বিবিরহাট, দুই নম্বর গেট, পাঁচলাইশ, মুরাদপুর, খুলশী, অক্সিজেন, বালুচরা, চকবাজার, বহদ্দারহাট, নাসিরাবাদ, দেওয়ান বাজার, জামালখান, বাকলিয়া, ডিসি রোড, চন্দনপুরা, আসকারদিঘির পাড় এলাকায় এ চিত্র দেখা যায়।

পাঁচলাইশের বাসিন্দা শারমিন জেসমিন বলেন, দুই দিন ধরে সকাল থেকে গ্যাস চলে যাচ্ছে, দুপুরে আসছে। সিলিন্ডার গ্যাসে রান্না করতে হচ্ছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সংশ্লিষ্টরা জানিয়েছেন, কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে পাওয়া গ্যাস গ্রাহকদের সরবরাহ করে থাকে কেজিডিসিএল। এর মধ্যে একটি টার্মিনালে জরুরি সংস্কার কাজের জন্য সরবরাহ সীমিত করা হয়েছে। ফলে গ্রাহকদের মধ্যে বিশেষত, গৃহস্থালি খাতে সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়েছে।

কেজিডিসিএলয়ের মহাব্যবস্থাপক (বিপণন-উত্তর) প্রকৌশলী গৌতম চন্দ্র কুণ্ড বলেন, চাহিদা অনুযায়ী গ্যাস আমরা পাচ্ছি না। এজন্য সরবরাহ কমে গেছে। এটা সাময়িক। মাঝে মাঝে হয়, আবার ঠিক হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

বিএফআইইউ-ব্র্যাক ব্যাংক বোর্ডের মতবিনিময়

খালেদা জিয়ার শোক বইতে পাকিস্তান জমিয়ত আমিরের স্বাক্ষর

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পরীক্ষায় নকল করে যে শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৩ শিক্ষার্থী 

রূপগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

নিউইয়র্কের কোটে তোলা হলো মাদুরোকে

তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জুলাই যোদ্ধা সুরভীর জামিন

১০

কনকনে শীতে সড়ক থেকে উদ্ধার হওয়া সেই দুই শিশুর একজনের মৃত্যু

১১

দুপক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২

১২

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

১৩

১০৬টি পার্ক ও খেলার মাঠ রক্ষায় ডিএনসিসির কমিটি গঠন

১৪

খালেদা জিয়া ছিলেন রাজনীতির বাতিঘর : কবীর আহমেদ ভূইয়া

১৫

বগুড়ায় ৯ নেতাকে সুখবর দিল বিএনপি

১৬

সন্তানের পাপের কারণে মা-বাবার শাস্তি হবে কি না, যা বলছেন আলেমরা

১৭

পা দিয়ে জায়নামাজ সোজা করলে কি গোনাহ হয়?

১৮

আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে ইশরাকের সাধুবাদ

১৯

সুন্দরবনে উদ্ধার বাঘের অবস্থা আশংকাজনক

২০
X