চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ ১৩ জনকে ডাকাতি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২২অক্টোবর) আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবীর এ আদেশ দেন।
তাদের বিরুদ্ধে নগদ টাকা, স্বর্ণালংকার, গরু লুটপাট ও ডাকাতির এ মামলা দায়ের করে একই এলাকার মো. শাহ জামাল।
বাদীর আইনজীবী অ্যাড. মো. নূরে আলম সিদ্দিকী আসাদ জানান, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সালিশে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু, ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুল ইসলামসহ অন্যরা বিবাহ বিচ্ছেদের জরিমানা আদায়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি ঘরে শাহজামাল ও তার ছেলেকে আটকে রেখে হুমকি, ভয়ভীতি দেখানো ও বাড়িতে লুটপাট করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন