সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে শাকিল (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) সকালে চান্দাইকোনা মহাশ্মশান সংলগ্ন ফুলজোড় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, শাকিল পেশায় অটোরিকশাচালক। তিনি বগুড়া জেলার শেরপুর থানার সামীবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহটি বগুড়া জেলার শেরপুর থানার আওতায় হওয়ায় শেরপুর থানায় হস্তান্তরের জন্য প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন