হবিগঞ্জে হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক জাহিদ হাসান এ দণ্ডাদেশ প্রদান করেন।
বাদী পক্ষের আইনজীবী সেলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের হরমুজ আলীর ছেলে নিহতের স্বামী মো. রাসেল মিয়া, নিহতের ভাসুর মো. কাউছার মিয়া, শাশুড়ি তাহেরা বেগম, ননদ হোছনা বেগম ও জা রোজি বেগম। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কাউছার মিয়া পলাতক রয়েছেন।
নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌশলী) অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী রায়ে সন্তুষ প্রকাশ করে জানান, ‘রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হয়েছে।’
মন্তব্য করুন