শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগকে কেন ক্ষমতা থেকে নামতে হবে, প্রশ্ন দীপু মনির

রায়পুর শহরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা
রায়পুর শহরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা

আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘তারা আজকে নানা প্রকার সমাবেশ ডাকছে। তাদের অতীতের সমাবেশগুলো প্রমাণ করে তারা সহিংসতা ছাড়া আর কিছু জানে না।’

তিনি বলেন, কেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামতে হবে, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি সংবিধান ধ্বংস করেছিল। নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করেছিল। আমরা জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতা করেছিলাম। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও নষ্ট করেছে বিএনপি-জামায়াত। আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়, বিদ্যুতের উৎপাদন কমে যায়, বোমা হামলা হয়, দেশের ক্ষতি হয়, মানুষের জানমালের ক্ষতি হয়। তাদের কাছে দেশ নিরাপদ নয়। আন্দোলনের নামে সহিংসতা করলে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি কলেজে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ছয়তলা এবং রায়পুর শহরে আলীয়া মাদরাসা নতুন চার তলা ভবন উদ্ধোধনের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমির মাঠে আওয়ামী লীগের জনসভার এবং ছাত্রলীগের সম্মেলনের আগে শিক্ষামন্ত্রী রায়পুর- পানপাড়া সড়কের পাশে সরকারি কলেজ ও আলীয়া কামিল মাদরাসার নতুন বহুতল ভবন উদ্বোধন এবং থানার সামনে আর্ট স্কুল পরিদর্শন করেন। এসময় শিশুদের সাথে হ্যান্ডশেক করেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনো মেনে নেয়নি, বাংলাদেশের উন্নয়ন মেনে নেয়নি, বাংলাদেশের মানুষকে সব সময় জিম্মি করে তাদের ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়েছে, যারা একাত্তরের হত্যাকারী, পঁচাত্তরের হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী, ২০০১ এর নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় ধরে বাংলাদেশে হত্যা, ধর্ষণ, নির্যাতনের এক ভয়ংকর জনপদ গড়ে তুলেছিল। তারা ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস চালিয়েছিল তারা আজ মানবাধিকার-গণতন্ত্রের কথা বলে।

রায়পুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে আওয়ামী লীগের জনসভা ও ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী দিপু মনি ছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ রায়পুরের এমপি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়, সাবেক এমপি হারুনুর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া প্রমুখ। এই জনসভায় জেলা, সদর ও উপজেলা আলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১০

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১১

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১২

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৩

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৪

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৫

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৬

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৭

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৮

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

২০
X