রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগকে কেন ক্ষমতা থেকে নামতে হবে, প্রশ্ন দীপু মনির

রায়পুর শহরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা
রায়পুর শহরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা

আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘তারা আজকে নানা প্রকার সমাবেশ ডাকছে। তাদের অতীতের সমাবেশগুলো প্রমাণ করে তারা সহিংসতা ছাড়া আর কিছু জানে না।’

তিনি বলেন, কেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামতে হবে, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি সংবিধান ধ্বংস করেছিল। নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করেছিল। আমরা জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতা করেছিলাম। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও নষ্ট করেছে বিএনপি-জামায়াত। আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়, বিদ্যুতের উৎপাদন কমে যায়, বোমা হামলা হয়, দেশের ক্ষতি হয়, মানুষের জানমালের ক্ষতি হয়। তাদের কাছে দেশ নিরাপদ নয়। আন্দোলনের নামে সহিংসতা করলে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি কলেজে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ছয়তলা এবং রায়পুর শহরে আলীয়া মাদরাসা নতুন চার তলা ভবন উদ্ধোধনের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমির মাঠে আওয়ামী লীগের জনসভার এবং ছাত্রলীগের সম্মেলনের আগে শিক্ষামন্ত্রী রায়পুর- পানপাড়া সড়কের পাশে সরকারি কলেজ ও আলীয়া কামিল মাদরাসার নতুন বহুতল ভবন উদ্বোধন এবং থানার সামনে আর্ট স্কুল পরিদর্শন করেন। এসময় শিশুদের সাথে হ্যান্ডশেক করেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনো মেনে নেয়নি, বাংলাদেশের উন্নয়ন মেনে নেয়নি, বাংলাদেশের মানুষকে সব সময় জিম্মি করে তাদের ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়েছে, যারা একাত্তরের হত্যাকারী, পঁচাত্তরের হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী, ২০০১ এর নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় ধরে বাংলাদেশে হত্যা, ধর্ষণ, নির্যাতনের এক ভয়ংকর জনপদ গড়ে তুলেছিল। তারা ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস চালিয়েছিল তারা আজ মানবাধিকার-গণতন্ত্রের কথা বলে।

রায়পুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে আওয়ামী লীগের জনসভা ও ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী দিপু মনি ছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ রায়পুরের এমপি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়, সাবেক এমপি হারুনুর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া প্রমুখ। এই জনসভায় জেলা, সদর ও উপজেলা আলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে গ্রেপ্তার করবে : শাহজাহান চৌধুরী

মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

আপনি কি জানেন, কেন তালার নিচে ছোট্ট ছিদ্র থাকে?

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন রাবির সাবেক শিক্ষার্থী

পূর্বাচলে প্লট দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প

গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়: মাহিয়া মাহি

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

১১

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১২

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৩

রাত হলেই শিশুপার্কটি হয়ে ওঠে মাদকের আড্ডাখানা

১৪

অপেক্ষা বাড়ছে বাংলাদেশের, দরকার ২ উইকেট

১৫

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, বদলি কে

১৬

নদীগর্ভে বিলীন সড়ক, ৩ জেলার যোগাযোগে দুর্ভোগ

১৭

অসৎ লোককে নির্বাচিত করলে কপালে ভোগান্তিই আসবে : দুদক চেয়ারম্যান

১৮

বড় আকারের ভূমিকম্প মোকাবিলা নিয়ে উদ্বেগ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৯

দুই দিনে টেস্ট জিতে বড় ‘বিপদে’ অস্ট্রেলিয়া

২০
X