কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরবে ট্রেন দুর্ঘটনা; নিহত বেড়ে ১৯

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। পুরনো ছবি
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। পুরনো ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম-পরিচয় পাওয়া গেছে। নিহত জোবায়ের হোসেন (২৫) কুলিয়ারচর উপজেলার পৈলনপুর গ্রামের বাসিন্দা আক্তার মিয়ার ছেলে। এ নিয়ে ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনায় সরকারি হিসেবে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়াল।

জোবায়ের ঢাকার একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। ছুটিতে কুলিয়ারচরে নিজ বাড়িতে এসেছিলেন। ছুটি শেষ ট্রেনে করে ঢাকায় ফেরার পথে ভৈরবে ট্রেন দুর্ঘটনায় তিনি নিহত হন।

শুক্রবার (২৭ অক্টোবর) ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জোবায়ের হোসেনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ট্রেন দুর্ঘটনায় জোবায়ের হোসেন গুরুতর আহত হন। ভৈরবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার একদিন পর তিনি মারা যান। তবে এতথ্য প্রশাসনকে জানানো হয়নি। অনেকটা গোপনে কবর দেওয়া হয়। পরে প্রশাসনের কাছে মৃত্যুর তথ্যটি আসে।

এদিকে ট্রেন দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৩৩) নামের আরও একজন নিহত হন। তবে তার নাম প্রশাসনের তালিকায় আসেনি বলে জানা গেছে। নিহত শফিকুল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পানাহার গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।

নিহত শফিকুলের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় ভৈরব হাসপাতাল থেকে ময়মনসিংহে নেওয়ার পথে তার ভাই মারা যান। তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারায় প্রশাসনকে না জানিয়ে মরদেহ বাসায় নিয়ে আসেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা প্রশাসনের পক্ষ থেকে কিছু সহযোগিতা পেলেও তারা পাননি।

তিনি আরও জানান, তার ভাইয়ের তিনটি ছোট ছোট শিশুসন্তান আছে। অর্থ সহায়তার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার জন্য প্রশাসনের কাছে দাবি জানান সাইফুল ইসলাম।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, ট্রেন দুর্ঘটনার মৃতের সংখ্যা ১৮ ছিল। জোবায়ের হোসেনের মৃত্যুর তথ্যটি এ তালিকায় ছিল না। এখন সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৯। তবে ট্রেন দুর্ঘটনায় করিমগঞ্জের একজনের মারা যাওয়ার খবর পেয়েছি। তার নাম আমাদের তালিকায় আসেনি। এ বিষয়ে খোঁজ নিয়ে তার নাম অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, গত সোমবার (২৩ অক্টোবর) কিশোরগঞ্জ থেকে ঢাকায় উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর গোধূলি ও বিপরীত দিক থেকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মালবাহী ট্রেনের সংঘর্ষে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ১৯ জন নিহত হয়। আহত হয় ৭৫ যাত্রী। এ ঘটনায় মালবাহী ট্রেনের চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে : বাবর

ফিল্মফেয়ারে রেকর্ড গড়ল ‘লাপাতা লেডিস’

কলকাতায় অমিতাভের জন্মদিনে চল্লিশা পাঠ

বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা

বিএনপির ৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা : রাশেদুল আহসান

আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান

দল কমলেও বিপিএলে বাড়ছে ভেন্যু

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা বললেন রোজিনা

হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান

যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

১০

ইসরায়েলকে উড়িয়ে দিল নরওয়ে

১১

কারিনার রাগ সামলানোর উপায় জানালেন সাইফ

১২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক

১৩

হলুদ রঙে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে বন লবঙ্গ

১৪

ব্র্যান্ড প্র্যাকটিশনারস আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

১৬

গোল করে, করিয়ে দলকে জেতালেন মেসি

১৭

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৮

বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের জায়গা নেই : বিজিএমইএ সভাপতি 

১৯

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ / বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

২০
X