দিনাজপুরের খানসামায় নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা বিএনপির সদস্য ও খামারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নূরুজ্জামান (৪৫)। উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আজিজার রহমান (৬৫)।
খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, এটি দিনাজপুরের কোতোয়ালি থানার মামলা। তারা আমাদের রিকুইজেশন প্রাপ্তি পাঠায়, সে অনুযায়ী তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় সোপর্দ করি। তারা ওই মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
মন্তব্য করুন