বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মহিবুল্লাহকে নাশকতা সৃষ্টির সন্দেহে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) রাতে তালতলী উজ্জ্বল চত্বর কাদের জোমাদ্দারের ওয়ার্কশপের দোকান থেকে পুলিশের একটি টিম এ অভিযান চালিয়ে তাকে আটক করে।
তালতলী থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকের বিষয় গাজী মুহিব্বুল্লাহ বলেন, আমি কাদের জোমাদ্দারের ওয়ার্কশপের দোকানে বসা ছিলাম তালতলী থানার একটি টিম এসে আমাকে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে যান।
তালতলী থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম মিলন বলেন, ‘রোববার বিএনপি সারাদেশে হরতাল ডেকেছে। গোপন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে গাজী মাহমুদুল্লাহকে কাদের জোমাদ্দারের দোকানে বসে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন।’
মন্তব্য করুন