চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আব্দুল মোবিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আধুনগরের ৭নং ওয়ার্ডের সুফি মিয়াজি পাড়ার একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মোবিন চুনতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিণ রাতার কুলের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা মরদেহটি দেখে ইউপি সদস্যকে খবর দেন। ইউপি সদস্য সুজন কান্তি দাশ বলেন, স্থানীয় একজন আমাকে পুকুরে একটি লাশ পাওয়া গিয়েছে বলে খবর দেন। পরে আমি থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, গতকাল সন্ধ্যায় কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। তার মৃগী রোগ ছিল। সে মাঝে মধ্যে রাজমিস্ত্রী কাজ করত।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একজন ফোন দিয়ে মরদেহটি তার পরিচিত বলে জানায়। পরে তারা মরদেহের পরিচয় শনাক্ত করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
মন্তব্য করুন