সারাদেশে বিএনপি এবং জামায়াতের ডাকে হরতাল চলছে। তবে সকাল থেকেই ফেনীতে গণপরিবহন কম হলেও স্বাভাবিক চলাচল করছে সিএনজি অটোরিকশা। এদিকে গণপরিবহন না পেয়ে নিরুপায় হয়ে অফিসমুখী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে বাড়তি ভাড়া দিয়ে সিএনজি অটো ও রিকশায় যাতায়াত করতে হচ্ছে।
রোববার (২৯ অক্টোবর) ফেনীর অন্যতম প্রবেশদ্বার মহিপাল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ফেনী থেকে দূরপাল্লার সবধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে অনেকক্ষণ বিরতি দিয়ে যে একটি গণপরিবহন বাস আসছে তাতে উঠতে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছে।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার জাকির হাসান বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে মাঠে রয়েছে তারা। এতে কেউ যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন