সুনামগঞ্জ-সিলেট সড়কে পিকেটিং করার সময় শান্তিগঞ্জ উপজেলা যুবদলের সভাপতিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শান্তিগঞ্জের পাগলা বাজারের পাশের সড়ক থেকে তাদেরকে আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশ। আটকের পর তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে।
আটককৃতরা হলেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহদাত হোসেন কামরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য আবু তাহের ইমন।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ হোসেন চৌধুরী আটকের বিষয় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পিকেটিং করার সময় সড়ক থেকে তাদের আটক করা হয়েছে।
জেলা বিএনপির সহসভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, সড়ক থেকে বিনা কারণে আমাদের ৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
একই মন্তব্য করেছেন জেলা বিএনপির আরেক সহসভাপতি আনসার উদ্দিন।
মন্তব্য করুন