সাভার প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

সাভারের সাবেক এমপিসহ বিএনপির ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাভার মডেল থানা। ছবি : কালবেলা
সাভার মডেল থানা। ছবি : কালবেলা

সাভারে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর এবং বাসে আগুন দেওয়ার দুটি ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ২২০-২৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের ঘটনায় গত শুক্রবার রাতে সাভার মডেল থানার পুলিশ বাদী হয়ে এবং বাসে আগুন দেওয়ার ঘটনায় শনিবার রাতে বাসের মালিক মো. আলাউদ্দিন বাদী হয়ে পৃথক এ দুটি মামলা দায়ের করেন। এ ছাড়া গত শনিবার আমিনবাজারে তল্লাশি চলাকালে আটক ৩০ জনকে পূর্বের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, সাভারের যাদুরচর এলাকার মতি মিয়া (৪২) ও মো. সামিউল হক এবং আমিনবাজারের হাসেম (৩৪) ও নূরুল ইসলাম (৫৫)।

মামলার এজহারে বলা হয়েছে, গত শুক্রবার রাতে সাভারের উলাইল বাসট্যান্ডসংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়। একপর্যায়ের সেখানে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল রাত সাড়ে ১২টার দিকে সেখানে যায়। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ইটপাটকেলের আঘাতে পুলিশের দুজন সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল, চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, পাঁচটি ভাঙা কাচের টুকরা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি কফিল উদ্দিনের নামসহ আরও ১৮ জন এবং অজ্ঞাতনামা ১২০-১৩০ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশ।

এদিকে গত শনিবার রাতে সাভারের হেমায়েতপুরে ইউলুপে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনায় সাভার মডেল থানায় অপর একটি মামলা দায়ের করেছেন বাসের মালিক মো. আলাউদ্দিন। এ মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি কফিউদ্দিনসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাসের মালিক মো. আলাউদ্দিন সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে ইউলুপে বাস রেখে বাসায় চলে যান। তিনি জানতে পারেন বিএনপির সমাবেশ থেকে ফিরে বিএনপির নেতাকর্মীরা রাত ৯টার দিকে বাসটিতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর এবং পেট্রলবোমা ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে বাসে আগুন ধরিয়ে দিয়েছে। আলাউদ্দিন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ২টি পেট্রলবোমার অংশবিশেষ এবং প্লাস্টিকের বোতলে পেট্রোল ভর্তি ও মুখে সুতির নাতা লাগানো অবস্থায় অবিস্ফোরিত ২টি পেট্রলবোমা উদ্ধার করে।

মামলার বিষয়ে জানতে চাইলে সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি কালবেলাকে বলেন, গত ছয় মাসে আমার বিরুদ্ধে পাঁচটি গায়েবি মামলা হয়েছে। এসব মামলা উদ্দেশ্যমূলকভাবে আমাকে হয়রানি করার জন্য করা হয়েছে বলে মনে করছি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুররের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাসে আগুন দেয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনের তল্লাশি চৌকি থেকে জিজ্ঞাসাবাদের জন্য যাদের থানায় আনা হয়েছিল। তাদের মধ্যে ৩০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

তারেক রহমানের বক্তব্য বিকৃত করছে একটি গোষ্ঠী : আবিদ

জামায়াত কী হিন্দুদের স্বর্গের টিকিটও দেবে : সেলিম জাহাঙ্গীর

১০

ঢাকা-১৮ আসনে কফিল উদ্দিনের উদ্যোগে উঠান বৈঠক

১১

সংবাদ সম্মেলনে অভিযোগ / রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে হত্যা মামলা প্রত্যাহারের পাঁয়তারা 

১২

নৌকা উল্টে  কর্ণফুলীতে ভেসে গেল সাড়ে ১২ টন মাছ

১৩

গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল-হামাস পরোক্ষ আলোচনা শুরু

১৪

নির্বাচন পেছানোর চেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী : নীরব

১৫

বজ্রপাত নিয়ে বিশেষজ্ঞের সতর্কতা

১৬

প্রথমবার প্রকাশ্যে আসছেন ফিলিস্তিনি যোদ্ধাদের নেতা

১৭

নতুন ২ জাতীয় দিবসের ছুটি নিয়ে যা জানা গেল

১৮

সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না : পাপিয়া

২০
X