শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:২৭ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

শেরপুরে ৫১ বিএনপির নেতাকর্মী কারাগারে

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

বিএনপিঘোষিত সকাল-সন্ধ্যা হরতালের আগের রাতে ককটেলসহ বিস্ফোরক জাতীয় দ্রব্য ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৫১ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে তাদের নামে ছয়টি মামলা করেছে পুলিশ। আর এতে আসামি করা হয়েছে প্রায় সাড়ে ৪০০ জনের অধিক নেতাকর্মীকে। রোববার (২৯ অক্টোবর) বিকেলে তাদের আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলাগুলোর মধ্যে শেরপুর সদর থানায় ৫৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অনেককে অজ্ঞাত আসামি করে ১টি, শ্রীবরদী থানায় ৬৯ জনের নাম উল্লেখ করে এবং ৮০ জনকে অজ্ঞাত আসামি করে ২টি, ঝিনাইগাতী থানায় ৬০ জনের নাম উল্লেখ করে এবং ৪০ জনকে অজ্ঞাত আসামি করে ১টি, নালিতাবাড়ি থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং ২৫ জনকে অজ্ঞাত আসামি করে ১টি এবং নকলা থানায় ৬৫ জনের বিরুদ্ধে ১টি মামলা হয়েছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘উপজেলার চৌরাস্তা ও কাঁচা বাজারে বিএনপির নেতাকর্মীরা বিস্ফোরক জাতীয় বোমা ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল। ওই সময় পুলিশ ঘটনাস্থলে আলাদা অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ২টি আলাদা মামলা দায়ের করা হয়েছে।’

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক সাংবাদিকদের জানান, কেন্দ্রঘোষিত হরতালে নাশকতা করার জন্য বিএনপির নেতাকর্মীরা বেশ কয়েকটি স্থানে বিস্ফোরক জাতীয় বোমা এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হবার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, বিএনপির হরতালের সমর্থনে উপজেলার কুসুমহাটি এলাকায় ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হচ্ছে এখন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযোগের সত্যতা পায়। এ সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয় এবং বাকিরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৬টি ককটেল পাওয়া যায়।

অপরদিকে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, শেরপুরের অন্যান্য উপজেলার মতোই নকলাতেও সাধারণের মধ্যে ত্রাস সৃষ্টির জন্য বিএনপির নেতাকর্মীরা বিস্ফোরক জাতীয় বোমা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হচ্ছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে বিস্ফোরক আইনে মামলা দিয়েছে।

এ ছাড়া ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের জানান, ঝিনাইগাতীর খৈলকুড়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিস্ফোরক জাতীয় বোমা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল। ওই সময় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে এবং বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিএনপির নিরীহ নেতাকর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে পুলিশ গায়েবি মামলা দিয়ে হয়রানি করছেন; সরকার পতনের আন্দোলনে যেন আমাদের নেতাকর্মী অংশগ্রহণ করতে না পারেন। এভাবে গ্রেপ্তার করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। গণতন্ত্র পুনঃরুদ্ধারের এই আন্দোলনে আমাদেরই জয় হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

হরিণের মাংসসহ আটক ৮

যে বিলাসবহুল নেশায় বছরে ৬০ কোটি টাকারও বেশি খরচ করেন হলান্ড

পাটুরিয়ায় ফেরিঘাটে ভাঙন, ৪ নম্বর ঘাটও ঝুঁকিতে

দুই কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করে যে ৫ ফল

আপনি কি জানেন, কেন তালার নীচে ছোট্ট ছিদ্র থাকে?

বিয়ের প্রস্তাব দেওয়ার পর জর্জিনাকে কত টাকার উপহার দিয়েছেন রোনালদো?

ফ্রিজে রাখা কাটা পেঁয়াজ কি খাওয়া উচিত, যা বলছেন বিশেষজ্ঞ

লুট হওয়া পাথর বালু ও মাটি দিয়ে আড়ালের চেষ্টা

১০

যেসব দেশে থাকার জন্য টাকা পাওয়া যায়

১১

বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন কত

১২

ডিএমপিতে অনলাইন জিডি করবেন যেভাবে

১৩

৪ জনের মরদেহ উদ্ধার / ‘আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো’ লেখা চিরকুটে আরও যা ছিল

১৪

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন 

১৫

পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি পৌঁছে দিলেন ইউএনও

১৬

১০৭ বছর বয়সেও চশমা ছাড়া কোরআন পড়েন নুর জাহান

১৭

প্রেম, স্মৃতি আর বিদায়ের গল্পে লিসা-কেনতারো

১৮

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

১৯

আমিরের সঙ্গে দিব্যর স্বপ্নময় মুহূর্ত

২০
X