প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে মডেল মসজিদগুলো উদ্বোধন করেন।
সেই সঙ্গে বরিশাল জেলার বাকেরগঞ্জে একটি মসজিদ উদ্বোধন করা হয়। উপজেলা মডেল মসজিদ মিলনায়তন থেকে সরাসরি যুক্ত থেকে উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রত্যেক ধর্মের মানুষ আজ নিরাপদ জীবনযাপন করছে। বঙ্গবন্ধু যেমন ধর্মের জন্য ব্যাকুল ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় নিজের ধর্মকে প্রাধান্য দিয়ে আসছেন। তাই সারা বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশে প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভোলা জেলা প্রশাসক তৌহিদ-ই-এলাহি, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, সহকারী কমিশনার ভূমি এমরান মাহমুদ ডালিম, থানার ওসি মাহবুবুর রহমানসহ লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা ও ওলামায়ে মাশায়েখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন