

প্রথম সেশনে অতিরিক্ত ২০ মিনিট সময় খেলানো হয়। দুপুর ১১.৩০ এর জায়গায় দুই দল লাঞ্চে যায় ১১.৫০ মিনিটে। এই সেশনে ৩৯ ওভার খেলা হলেও আয়ারল্যান্ডকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড ৮ উইকেটে ২৬৩ রান নিয়ে লাঞ্চে যায়।
লাঞ্চের পরও জুটি অব্যাহত রেখেছেন ক্যাম্ফার ও গ্যাভিন। এই জুটি লাঞ্চের আগ পর্যন্ত ৬৯ বল খেলে তুলে ২৬ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জয়ের জন্য আয়ারল্যান্ডের দরকার ২২১ রান, বাংলাদেশের দুই উইকেট।
দিনের শুরুর ১০ ওভার উইকেট নিতে পারেনি বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার কার্টিস ক্যাম্ফার এবং অ্যান্ডি ম্যাকব্রাইন দুজনই বেশ রয়েসয়ে খেলছেন। দিনের শুরু থেকে নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকা অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরান তাইজুল। তার বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৫৩ বলে ২১ রান করেন ম্যাকব্রাইন। রিভিউ নিলেও সফল হননি তিনি। তার বিদায়ে ভাঙে ১০৫ বল স্থায়ী ২৬ রানের জুটি।
দেখেশুনে খেলতে খেলতে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন ক্যাম্ফার। তাকে উপযুক্ত সঙ্গ দেন জর্ডান নিল। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ৪৬ বলে ৩০ রান করেন তিনি।
মন্তব্য করুন