নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৭

বরিশাল জেলার ম্যাপ। ছবি : কালবেলা
বরিশাল জেলার ম্যাপ। ছবি : কালবেলা

বরিশাল মহানগর জামায়াতের আমিরসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এদের মধ্যে জামায়াত, শিবির ছাড়াও বিএনপি ও ছাত্রদল নেতাকর্মী রয়েছে। তবে দুদিনে জামায়াতের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এমন বিষয়টি অস্বীকার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, জামায়াতের দুজনকে আটক করা হয়েছে।

আটককৃত জামায়াত নেতারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবর। তিনি মহানগরের আমির ছাড়াও কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদের সদস্য। এ ছাড়া অপরজনের নাম সাইফুল আলম।

বিএনপির আটককৃতরা হলেন- আবু জাফর, মো. সোহেল, রুবেল খান, মিঠু খান এবং ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক তুষার। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের একাধিক টিমের অভিযান চলছিল বলে জানিয়েছেন মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকেলে জাহির উদ্দিন মুহা. বাবরকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ছাড়াও নগরীর বিভিন্ন স্থান থেকে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রাত ৮টার দিকে কোতোয়ালি মডেল থানার দায়িত্বরত ডিউটি অফিসার জানিয়েছেন, ‘জামায়াত-বিএনপির ৮-১০ জনের মতো লোককে থানায় ধরে আনা হয়েছে। আমার ডিউটি হস্তান্তরের সময় বিধায় আটককৃতদের নাম-পরিচয় জানতে পারিনি।’

তবে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, ‘মহানগর জামায়াতের আমিরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিএনপি ও ছাত্রদলের আরও পাঁচজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বে নাশকতার মামলা রয়েছে। পূর্বের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হবে।’

অপরদিকে, অভিযানের নেতৃত্ব দেওয়া কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আরাফাত হাসান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত দুজন জামায়াত নেতাকে আটক করা হয়েছে। এ ছাড়া ছাত্রদল নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।’

জামায়াতের একাধিক ব্যক্তিকে আটকের বিষয়ে তিনি বলেন, ‘একাধিক ব্যক্তিকে ধরে আনলেই যে তাকে আটক দেখানো হবে তা ঠিক নয়। আমরা যাচাই বাছাই করছি, যাদের পদ-পদবি নেই, যারা জামায়াতের সঙ্গে জড়িত নয়, তারা তো এমনিতেই ছাড়া পাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী গার্লস ক্যাডেট কলেজের সবাই পেল জিপিএ ৫

এইচএসসি ফলাফলে শীর্ষস্থান হারাল বগুড়া

যে শর্তে জুলাই সনদে সই করবে জামায়াত

নতুন বিএমডব্লিউ পেলেন রিয়াল মাদ্রিদের তারকারা

৩৮ শিক্ষকের কলেজে ৭৪ জন পরীক্ষার্থী, উত্তীর্ণ ৮

ডাকসু জাকসু চাকসুর ফল নিয়ে জামায়াত আমিরের ভবিষ্যদ্বাণী

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কলেজে পাস করেননি কেউ

কৃষকদের হাত আরও শক্তিশালী করবে বিএনপি : তারেক রহমান

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আডা লাভলেস প্রোগ্রামিং প্রতিযোগিতা

১০

জীবগাঁও কলেজে শতভাগ ফেল, অধ্যক্ষ বললেন ‘হতাশাজনক’

১১

আম্মু হাসপাতালে, সবাই দোয়া করবেন : তমা মির্জা

১২

লক্ষ্মীপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি : অ্যাটর্নি জেনারেল 

১৪

রংপুরে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা / অনুসন্ধান করে ঘটনার ভেতরের সত্য প্রকাশ করে ‘কালবেলা’ 

১৫

৩ ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

১৬

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

১৭

ধারাবাহিকের মূল ভূমিকায় হেদায়েত উল্লাহ তুর্কী 

১৮

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

১৯

খতমে নবুওয়তের চেতনায় সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক কালবেলা : মুহিউদ্দীন রাব্বানী

২০
X