ময়মনসিংহে জননিরাপত্তা নিশ্চিত করা ও নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) মধ্যরাত থেকে বিজিবি মোতায়েন করা হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর। সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো।
সোমবার মধ্যরাত থেকে বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে তিন বাহিনীর সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে টিম মাঠে নেমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাতে নগরের বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে।
রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় দুই প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র্যাব সদস্য মাঠে নেমেছেন। পুরো জেলায় টহলের পাশাপাশি নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত থেকেই বিজিবি, র্যাব, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে টিম মাঠে কাজ শুরু করেছে।
মন্তব্য করুন