বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সিলেটে একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর, গাছ ফেলে রাস্তা অবরোধ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজকে আটক করেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল আটটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চান্দাইমুখীর রাস্তার মুখে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসে ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। এ সময় গাড়িটিতে ভাঙচুরও চালায় তারা। তবে বাসের যাত্রীরা গাড়ির টায়ারে লাগা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পিকেটাররা পালিয়ে যায়। সকাল সাড়ে ৮টার দক্ষিণ সুরমার তেতলি-অতিরবাড়ি এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন পিকেটাররা। দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে সকাল ৬টার দিকে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা।
সকাল ৯টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড কদমতলী থেকে কোনো দূরপাল্লার কোনো বাস ছাড়ে যায়নি। তবে নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করতে দেখা গেছে। কুমারগাঁও বাসস্যান্ড থেকেই বাস ছেড়ে যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, ‘সকালে দক্ষিণ সুরমায় একটি বাসে ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মানুষজনের নির্বিঘ্নে চলাচল করতে পুলিশ সক্রিয় আছে।’
মন্তব্য করুন