বিএনপির ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধের প্রথম দিনেই মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে পৌরসভার মানরা এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পিছয়ে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে । পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, পৌর সভাপতি নাসির উদ্দীন আহমেদ যাদু, পৌর নেতা আরিফসহ ৫ জনকে আটক করে পুলিশ।
এই বিষয়ে সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে মহাসড়কে উঠতে চাইলে তাদের ধাওয়া দেওয়া হয়। তারা পিছিয়ে গিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। এ সময় বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন