হবিগঞ্জের বাহুবলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে পুলিশ, সাংবাদকিসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় এক পুলিশসহ ৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় কালবেলার সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। আহত অবস্থায় তাকে বাহুবল উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের সময় ছবি তোলার সময়ে দৈনিক কালবেলার বাহুবল উপজেলা প্রতিনিধি এসএম টিপুর ওপর হামলা করেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগ।
আহত সাংবাদিক এসএম টিপু জানান, সংঘর্ষের সময় ছবি তুলতে গেলে বাহুবল উপজেলা যুবলীগের তারা মিয়া তাকে বাধা প্রদান করে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম শামস জানান, পুলিশ আহত হয়েছে। তবে কতজন আহত হয়েছ এই মুহূর্তে বলতে পারছি না। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে বেলা ৩টার দিকে শহরের শায়েস্তানগরে ছাত্রদল কর্মীরা বেশ কয়েকটি ছোট গাড়ি ভাংচুর করে। এ সময় টায়ারে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রদল কর্মীরা পালিয়ে যায়।
মন্তব্য করুন