নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার নলপাথার এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস) এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপির কয়েকজন নেতা এশিয়ান হাইওয়েতে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং সড়কে চলাচলকারী কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তারা একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভায়।
মন্তব্য করুন