টানা দশম দিনে শ্রমিক আন্দোলনের মুখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গীসহ গাজীপুরের ২২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারওয়ার আলম আলম এ তথ্য নিশ্চিত করেন।
সারোয়ার আলম কালবেলাকে বলেন, আমি আজ পাঁচটি কারখানায় গেলাম, কাজ নেই। মালিকপক্ষ নো ওয়ার্ক নো পে ভিত্তিতে ২২০টি কারখানা বন্ধ করেছেন। আগামী শনিবার থেকে আবার খুলবে।
প্রসঙ্গত, ১০ দিন ধরে গাজীপুরে তীব্র শ্রমিক আন্দোলন চলছে। শ্রমিকরা সড়ক অবরোধ, যানবাহন ও কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগসহ আইনশৃঙ্খলার অবনতি করছে বলে অভিযোগ। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত ও কারখানায় আগুন দিতে গিয়ে পুড়ে এক শ্রমিকের মৃত্যু হয়। এই অবস্থায় বুধবার শ্রমিক আন্দোলন শান্ত হয়। কিন্তু আজ আবার আন্দোলন শুরুর উপক্রম হলে প্রশাসন ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করে।
মন্তব্য করুন