রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় মিলছে মেডিকেল ভিসা : ভারতীয় সহকারী হাইকমিশনার 

ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ছবি : কালবেলা
ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ছবি : কালবেলা

রাজশাহীস্থ ভারতীয় ভিসাকেন্দ্রে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে মিলছে মেডিকেল ভিসা। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার শহরের বর্ণালী মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এক সংক্ষিপ্ত ব্রিফিং-এ সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ‘চিকিৎসার জন্য রোগীরা যেন দ্রুত সময়ের মধ্যে ভারতে যেতে পারেন- সে জন্যই এই বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে। এত দ্রুত সময়ে ভিসা পেয়ে উপকৃত হচ্ছেন অনেক মানুষ। বিশেষ এই সুবিধা রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর বাসিন্দা ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বাসিন্দাদের পাওয়ার কথা। কিন্তু এমন অনেক ভিসা আবেদন ইতোমধ্যে রাজশাহী ভিসা আবেদন কেন্দ্রে শনাক্ত হয়েছে যারা অধিভুক্ত এলাকার বাইরের বাসিন্দা। আবেদন পাওয়ার পর যাচাইবাছাইকালে অনেকের স্থানীয় ঠিকানা সঠিক প্রমাণিত হচ্ছে না। এর ফলে তাদের ভিসা আবেদনও গ্রহণ করা যাচ্ছে না। এতে সময় ও সুযোগ দুটোরই ক্ষতি হচ্ছে।’

তিনি আরও বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ভিসা আবেদন আসার কারণে প্রকৃত সেবা গ্রহীতাদের সেবা দিতে সমস্যা হচ্ছে। ভিসা আবেদন কেন্দ্রে কর্মরতদেরও বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে। রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের অধিভুক্ত এলাকার বাইরের জেলার বাসিন্দাদের ভিসা আবেদন রাজশাহীতে বিবেচনার কোনো সুযোগ নেই। এমন অনাকাঙ্ক্ষিত ভিসা আবেদন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান করা হচ্ছে। ভিসার অপব্যবহার রোধে হাইকমিশন সচেতন আছেন বলেও জানান তিনি।

ভারতীয় ভিসা সেন্টারের তথ্য মতে, রাজশাহী ভিসা সেন্টার থেকে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬ জেলার বাসিন্দাদের ভিসা দেওয়া হয়। তবে, দক্ষিণাঞ্চলের জেলা কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার মানুষও এখানে ভিসার আবেদন জমা দিতে পারেন। ভিসা জমা দেওয়ার পর থেকে একদিনের মধ্যেই এখান থেকে ভিসা পাওয়া যাবে। রাজশাহী হাইকমিশনের অধীনে চিকিৎসা ভিসা, ভ্রমণ ভিসাসহ অন্যান্য ভিসা মিলে পূর্বে প্রতিদিন গড়ে ২৫শ থেকে ২৮শ আবেদন জমা পড়ত।

তবে, ভিসা প্রক্রিয়া সহজ করতে ও প্রতিদিনের আবেদন প্রতিদিন নিষ্পত্তি করার লক্ষ্যে এখন আবেদন কিছুটা কম নেওয়া হচ্ছে। বর্তমানে এই ভিসা সেন্টারে বিভিন্ন ক্যাটাগরিতে গড়ে প্রতিদিন প্রায় দেড় হাজার আবেদনপত্র গ্রহণ করা হয়। সব আবেদন প্রক্রিয়া শেষ করে পরের দিনই ভিসা প্রদান করা হচ্ছে। মূলত এই কারণে অন্য জেলার মানুষ এখানে আবেদন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রার্থিতা ফিরে পেলেন অধ্যাপক রফিকুল ইসলাম

২৪-০ গোলে জিতল ঋতুপর্ণারা

ডাকসু নেতার ‘কোটা না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

১০

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

১১

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

১২

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

১৩

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

১৪

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

১৫

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৬

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

১৭

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১৯

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

২০
X