রাজশাহীস্থ ভারতীয় ভিসাকেন্দ্রে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে মিলছে মেডিকেল ভিসা। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার শহরের বর্ণালী মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এক সংক্ষিপ্ত ব্রিফিং-এ সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ‘চিকিৎসার জন্য রোগীরা যেন দ্রুত সময়ের মধ্যে ভারতে যেতে পারেন- সে জন্যই এই বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে। এত দ্রুত সময়ে ভিসা পেয়ে উপকৃত হচ্ছেন অনেক মানুষ। বিশেষ এই সুবিধা রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর বাসিন্দা ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বাসিন্দাদের পাওয়ার কথা। কিন্তু এমন অনেক ভিসা আবেদন ইতোমধ্যে রাজশাহী ভিসা আবেদন কেন্দ্রে শনাক্ত হয়েছে যারা অধিভুক্ত এলাকার বাইরের বাসিন্দা। আবেদন পাওয়ার পর যাচাইবাছাইকালে অনেকের স্থানীয় ঠিকানা সঠিক প্রমাণিত হচ্ছে না। এর ফলে তাদের ভিসা আবেদনও গ্রহণ করা যাচ্ছে না। এতে সময় ও সুযোগ দুটোরই ক্ষতি হচ্ছে।’
তিনি আরও বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ভিসা আবেদন আসার কারণে প্রকৃত সেবা গ্রহীতাদের সেবা দিতে সমস্যা হচ্ছে। ভিসা আবেদন কেন্দ্রে কর্মরতদেরও বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে। রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের অধিভুক্ত এলাকার বাইরের জেলার বাসিন্দাদের ভিসা আবেদন রাজশাহীতে বিবেচনার কোনো সুযোগ নেই। এমন অনাকাঙ্ক্ষিত ভিসা আবেদন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান করা হচ্ছে। ভিসার অপব্যবহার রোধে হাইকমিশন সচেতন আছেন বলেও জানান তিনি।
ভারতীয় ভিসা সেন্টারের তথ্য মতে, রাজশাহী ভিসা সেন্টার থেকে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬ জেলার বাসিন্দাদের ভিসা দেওয়া হয়। তবে, দক্ষিণাঞ্চলের জেলা কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার মানুষও এখানে ভিসার আবেদন জমা দিতে পারেন। ভিসা জমা দেওয়ার পর থেকে একদিনের মধ্যেই এখান থেকে ভিসা পাওয়া যাবে। রাজশাহী হাইকমিশনের অধীনে চিকিৎসা ভিসা, ভ্রমণ ভিসাসহ অন্যান্য ভিসা মিলে পূর্বে প্রতিদিন গড়ে ২৫শ থেকে ২৮শ আবেদন জমা পড়ত।
তবে, ভিসা প্রক্রিয়া সহজ করতে ও প্রতিদিনের আবেদন প্রতিদিন নিষ্পত্তি করার লক্ষ্যে এখন আবেদন কিছুটা কম নেওয়া হচ্ছে। বর্তমানে এই ভিসা সেন্টারে বিভিন্ন ক্যাটাগরিতে গড়ে প্রতিদিন প্রায় দেড় হাজার আবেদনপত্র গ্রহণ করা হয়। সব আবেদন প্রক্রিয়া শেষ করে পরের দিনই ভিসা প্রদান করা হচ্ছে। মূলত এই কারণে অন্য জেলার মানুষ এখানে আবেদন করছেন।
মন্তব্য করুন