সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০১:৫৩ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর এলাকাবাসীর হামলা

সাভারে স্থানীয়দের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ। ছবি : কালবেলা
সাভারে স্থানীয়দের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে আবারও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের মাইকে ঘোষণা করে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।

এ সময় স্থানীয় মাইকে ঘোষণা দিয়ে বলতে শোনা যায়, 'শিক্ষার্থীরা গ্রামবাসীর ওপর হামলা করেছে। যে যেখানে আছেন না কেন সকলেই লাঠিসোঁটা নিয়ে রাস্তায় চলে আসেন।'

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১ নিরাপত্তাকর্মীসহ ৮ শিক্ষার্থী আহত হবার খবর পাওয়া গেছে। গ্রামবাসীসহ আহত সংখ্যা দাঁড়িয়েছে ২০। এদের মধ্যে মেহেদী হাসান নামে এক শিক্ষার্থীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) আশুলিয়ার খাগান এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সংলগ্ন চানগাঁও গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, সন্ধ্যার পর হঠাৎ করে পাশের চানগাঁও এলাকার স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে ঢুকে অতর্কিতভাবে হামলা চালিয়ে ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং দুই বিভাগে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় ছাত্ররা এগিয়ে আসলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে তারা ক্যাম্পাসের বাইরে গিয়ে স্থানীয় চানগাঁও মসজিদের মাইকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘোষণা দেয়। এ সময় সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৮ জন শিক্ষার্থী। পরে শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে বিক্ষোভ ও আন্দোলন শুরু করে।

এ সময় শিক্ষার্থীরা বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে ও সড়কে টায়ারে আগুন জালিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এখনো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বদরুজ্জামান কালবেলাকে বলেন, আমরা সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম। তখন হঠাৎ খবর আসে যে পার্শ্ববর্তী চাঁনগাও এলাকা থেকে লোকজন এসে ক্যাম্পাসে হামলা করেছে। এতে আমাদের ৭-৮ জন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ১ জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে।

এদিকে আশুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার বেলায়েত হোসেন বলেন, আজ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আগে হামলা চালিয়ে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেছে। পরে স্থানীয়রা এগিয়ে গেলে শিক্ষার্থীদের সঙ্গে না পেরে একপর্যায়ে মসজিদে মাইকিং করে লোকজনকে জড়ো করে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ধারণা করছি পূর্বের হত্যাকাণ্ড ও ভাঙচুরের ঘটনার জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর আগে, গত ২৭ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের হাবিবুল হাসান অন্তর নামে এক শিক্ষার্থী স্থানীয় কয়েক তরুণের হাতে মারধরের শিকার হয়ে ২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে স্থানীয় একটি বাজারের প্রায় দুই শতাধিক দোকানপাটে ভাঙচুর চালায়। তবে এ ঘটনায় মূল আসামি রাহাত নামে একজনকে গ্রেপ্তার করে ৩ নভেম্বর আদালতে পাঠিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯

ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে দেশ ছাড়ার মতো অবস্থায় তারকা খেলোয়াড়

নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে : ডা. জাহিদ 

থানা হাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

বাড়িভাড়ার কথা বলে ঘরে প্রবেশ, হাত-পা বেঁধে লুটের পর বৃদ্ধাকে হত্যা

লরি উল্টে প্রাইভেটকারের ওপর, নিহত ৪

‘২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদা পাথর এলাকা’

তোপের মুখে স্বাধীন খসরু

দুটির বদলে একটি মিষ্টি পেয়ে মন্ত্রীকে ফোন, অতঃপর...

১০

টানা ১০ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

১১

জাহান্নামের দরজা শিগগির খুলবে : ইসরায়েল

১২

আ.লীগ কর্মীর বাড়িতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ 

১৩

ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড করতে পারেনি আগে কেউ

১৪

সিনেমা বানিয়ে তাক লাগাতে চান জয়

১৫

জাতীয় দলেও নেই, ক্লাবেও নেই—গারনাচোর ভবিষ্যৎ অন্ধকার

১৬

বৈরী আবহাওয়াও আটকাতে পারেনি তাদের

১৭

দেয়াল টপকে সংসদে ঢোকার চেষ্টা, অভিযুক্ত আটক

১৮

উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি

১৯

বাড়ল আকরিক লোহার দাম 

২০
X