জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়নে বগারচর গ্রামের আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি নিজ ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষপানে আত্মহত্যা করেছে।
সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মারা যায়। একই দিন দুপুরে পারিবারিক কলহের জেরধরে সে বিষপান করে। বিষয়টি নিশ্চিত করেছেন বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামানিক।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর গ্রামের আশরাফুল ইসলাম (২৮) বিষপানের পূর্বে তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট দেয় ‘শূন্যহাতে এসেছিলাম, শূন্যহাতে চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপির জন্য।’
ফেসবুক পোস্ট দেওয়ার পর বিষপান করে আশরাফুল। পরিবারের লোকজন বিষয়টি টের পয়ে তাকে চিকিৎসার জন্য জামালপুর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলাম মারা যায়।
এ ব্যাপারে বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামানিক জানান, আশরাফুল ইসলাম বগারচর গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে বিবাহিত এবং এক সন্তানের জনক। পারিবারিক কলহের জেরে অভিমান করে সে বিষপান করে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, আশরাফুল ইসলাম জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বিষয়টির তদন্ত চলমান। আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে।
মন্তব্য করুন