রইচ উদ্দিন আহমেদ, মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মান্দায় উদ্বোধনের ২ বছরেও চালু হয়নি মা ও শিশুকল্যাণ কেন্দ্র

কালিকাপুর (হাট-চকগৌরী)  ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র। ছবি : কালবেলা
কালিকাপুর (হাট-চকগৌরী) ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র। ছবি : কালবেলা

নওগাঁর মান্দায় কালিকাপুর (হাট-চকগৌরী) এলাকায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হলেও প্রায় ২ বছর ধরে জনবলের অভাবে এ অঞ্চলের শিশুসহ সকল শ্রেণির মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে। ফলে সেবার অভাবে নিম্নআয়ের মানুষ রোগীদের নিয়ে পড়েন মহাবিপদে। উপজেলা থেকে ২০ কিলোমিটার দূরে কালিকাপুর ও নুরল্যাবাদ ইউনিয়নের ৫৫ হাজার জনগণের সেবা প্রদানের জন্য কল্যাণকেন্দ্রটি স্থাপন করা হয়েছে। কিন্তু কবে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা মিলবে সেই অপেক্ষার দিন গুনছে এ অঞ্চলের মানুষজন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের হাট-চকগৌরী এলাকার রাস্তার পাশে ৩ বিঘা জমির ওপর নির্মাণ করা হয়েছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালটি। তিনতলা বিশিষ্ট হাসপাতালের পরিবেশ খুবই সুন্দর ও পরিপাটি। তার পাশে রয়েছে ডরমিটরি ভবন। চারদিকে দেয়াল দিয়ে ঘেরা রয়েছে দুটি প্রবেশপথ ও একটি পাম্প হাউস। ভেতরে রয়েছে আল্ট্রাসনো, ডক্টরস ও বেস্টফডিং রুম। তবে এই কক্ষগুলো তালাবদ্ধ অবস্থায় বন্ধ দেখা যায়। এ ছাড়া ১ জন ফার্মাসিস্ট, রোগীদের সাধারণ চিকিৎসা সেবা দিতে দেখা যায়। কেউ কেউ এই হাসপাতালে চিকিৎসার জন্য আসার পর মূল কার্যক্রম না থাকায় রোগীদের নিয়ে অন্যত্র ফেরত যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩১ ডিসেম্বর উপজেলার কালিকাপুর ইউনিয়নের (হাট-চকগৌরী) এলাকায় তিনতলা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রটির উদ্বোধন করেছিলেন সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অর্থায়ন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে মা ও শিশুকল্যাণ কেন্দ্রটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৬ কোটি টাকা। এ কেন্দ্রটিতে ২ জন চিকিৎসক, ১ জন মেডিকেল টেকনোলজি, ২ জন নার্স, ৪ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা, ১ জন ফার্মাসিস্ট, ১ জন অফিস সহকারী, ১ জন আয়া, ১ জন পিয়ন ও ১ জন নিরাপত্তা প্রহরী থাকার কথা। কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য অস্থায়ীভাবে উপরোক্ত স্টাফ নিয়োগের জন্য সুপারিশ করেন। এখনো সুপারিশকৃত পদগুলো পূরণ হয়নি। ফলে প্রায় ২ বছর ধরে চিকিৎসার আশায় শুধু ভবন দেখছে সেবাগ্রহীতারা। তবে বর্তমানে ১ জন ফার্মাসিস্ট, ২ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা ও ডেপুটেশনে ১ জন অফিস সহায়ক দিয়ে সপ্তাহে ৬ দিন খোলা রাখা হয় হাসপাতালটি।

এ বিষয়ে দাতা উত্তরসূরি সাইফুল ইসলাম বলেন, এই হাসপাতালে জনগণের চিকিৎসার জন্য আমরা জমি দান করেছি। প্রায় ২ বছর পার হয়ে গেল। এখন পর্যন্ত এই হাসপাতালটি উদ্বোধনের পর চালু করা হয়নি। অনেকে সেবা না পেয়ে অন্যত্র ফেরত যায়। চিকিৎসার জন্য রোগীর যদি সেবা না পায়। তাহলে এতগুলো জমি দিয়ে আমাদের কি লাভ হলো। এ জন্য সরকারের কাছে আমার দাবি হাসপাতালটির সব কার্যক্রম চালু করে যেন সেবা দেওয়া হয়।

এ বিষয়ে হাট-চকগৌরী গ্রামের পল্লী চিকিৎসক আবদুস সাত্তার বলেন, এখানকার মানুষ অসহায় এবং অবহেলিত অবস্থায় বসবাস করে থাকেন। এই হাসপাতালটি চালু হলে তারা বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারবেন। তাদের দূরের হাসপাতালগুলোতে আর যেতে হবে না। কিন্তু দুঃখের বিষয় উদ্বোধনের ২ বছর পার হলেও এখন পর্যন্ত চিকিৎসার সেবা চালু করা হয়নি।

এ বিষয়ে একই গ্রামের শারমিন আক্তার বলেন, এই হাসপাতালটি চালু হলে আমাদের সিজারের জন্য দূরে বিভাগীয় শহরে আর যেতে হবে না। ফলে অনেকটা আমাদের দুর্ভোগ কমবে। কিন্তু হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে এ ধরনের সেবা পাচ্ছি না। আমরা চাই এ হাসপাতালটিতে চিকিৎসার জন্য সুযোগ-সুবিধা দেওয়া হলে, আমাদের আর কষ্ট থাকবে না।

এ ব্যাপারে মান্দা উপজেলার মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) মুশফিকুর রহমান বলেন, চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেওয়ায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে সপ্তাহে ৬ দিন, ১ জন ফার্মাসিস্ট ও ২ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা দ্বারা সাধারণ সেবা চলমান রয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা

চলন্ত নাগরদোলা থেকে ছিটকে ঝুলে গেলেন তরুণী

এবার ভারতীয়দের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য

ঢাকায় টানা ৫ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস

ইসরায়েলের শ্রমবাজার দখলে নিচ্ছে ভারতীয়রা, দেড় বছরে গেছে ২০ হাজার

১৩ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

সৌদির জাহাজে করে আনা হচ্ছিল ইসরায়েলি অস্ত্র

অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেবে ওয়ান ব্যাংক

মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১০

সাড়ে ১২ লাখ টাকা নিয়ে নিখোঁজ, লাশ মিলল নদীতে

১১

ক্ষুধার কারণে মাথাব্যথা কীসের ইঙ্গিত

১২

টিভিতে আজকের খেলা

১৩

১৩ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

‘ভাড়াটিয়া কিলার দিয়ে আমার স্বামীকে হত্যা করেছে’

১৬

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

এবার যুক্তরাষ্ট্র থেকে জাহাজ কিনছে সরকার

১৮

আরাফাত রহমানের কবর জিয়ারত করল ‘আমরা বিএনপি পরিবার’

১৯

স্বৈরাচার সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও অত্যাচারেই কোকোর মৃত্যু : আমিনুল হক

২০
X