কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের সঙ্গে কখনো কথা হয়নি আরেফীর : ডিবিপ্রধান হারুন

কাশিমপুর কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিবিপ্রধান হারুন অর রশিদ। ছবি : কালবেলা।
কাশিমপুর কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিবিপ্রধান হারুন অর রশিদ। ছবি : কালবেলা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীর কখনো কথা হয়নি। তবে ২০২১ সালে করোনা মহামারির সময় ১০-১৫ জনের একটি জুম মিটিংয়ে একবার বাইডেনের স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আরেফীকে জিজ্ঞাসাবাদ শেষে কারা ফটকে সাংবাদিকদের হারুন এসব তথ্য জানান।

কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঢাকায় বিএনপির ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, পুলিশের গায়ে আঘাত করা, একজন পুলিশ সদস্যকে হত্যা ও সন্ধ্যায় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে সঙ্গে নিয়ে হাসান সোহরাওয়ার্দীর পার্টি অফিসে গিয়ে সংবাদ সম্মেলন একসূত্রে গাঁথা। এর সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা জড়িত। আমরা তাদের অনেককে ধরে এনেছি, জিজ্ঞাসাবাদ করছি।’

ডিবিপ্রধান বলেন, ‘আমরা সাবেক সেনা কর্মকর্তা হাসান সোহরাওয়ার্দীকে জিজ্ঞাসাবাদ করেছি, সেখান যে গরমিল ছিল তা জানতে কাশিমপুর কারাগারে এসেছি। জিজ্ঞাসাবাদে আরেফী বলেছেন, তিনি ওই সেনা কর্মকর্তার ট্র্যাপে পড়েছেন। তার কথাতেই মিথ্যা পরিচয়ে বক্তব্য রাখেন।’

ডিবিপ্রধান আরও বলেন, ‘সাবেক সেনা কর্মকর্তা হাসান সোহরাওয়ার্দী জিজ্ঞাসাবাদে আমাদের কাছে সব তথ্যই বলেছে। কয়েকটি জায়গায় আমাদের যে সামান্য সমস্যা ছিল আরেফীকে জিজ্ঞাসাবাদ করে তার সমাধান করেছি। আরেফী ওই সেনা কর্মকর্তার ট্র্যাপে পড়েছেন বলে স্বীকার করেছেন। তিনি বলেছেন, আমেরিকা থেকে আসার পরে হাসান সোহরাওয়ার্দী বিএনপির কয়েকজন নেতার নাম্বার দিয়েছেন কথা বলার জন্য। আমি তাদের সঙ্গে কথা বলেছি। কথা বলার সময় সোহরাওয়ার্দী আমাকে শিখিয়ে দিয়েছে, তাকে যেন হাইলাইড করে কথা বলি। বিএনপি-জামায়াত যদি ক্ষমতায় আসে তবে হাসান সোহরাওয়ার্দী যে রুল প্লে করছে তার জন্য তারা তাকে মন্ত্রী বানাতে পারে। তখন তিনি আরেফীর দিকে খেয়াল রাখবেন।’

কারাগার সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে নিয়ে আসা হয়। এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। পরে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাথরুমে একদম খোলামেলা গোসল করেন? হতে পারে যে ৩ বিপদ

শোবিতাকে ছাড়া বাঁচতে পারি না : নাগা চৈতন্য

চাঁদাবাজবিরোধী অভিযানে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

হেলিকপ্টারে এসে প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী

ইসফাকের জায়গায় বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

শ্বশুরবাড়িতে গাছে ঝুলছিল জামাইয়ের মরদেহ 

হিসাবরক্ষণ পদে নিয়োগ দিচ্ছে আড়ং

ইরানের হাতে আসছে ‍রুশ অস্ত্র, মধ্যপ্রাচ্যে কী হতে যাচ্ছে?

নারী বিশ্বকাপের জন্য ২১ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের

১০

‘সহজক্যাশে’ লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

১১

রেড ক্রিসেন্টে চাকরির আবেদন করুন অনলাইনে

১২

মহাসড়কে গাড়ি থামিয়ে সেই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

১৩

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে আরএফএল

১৪

ফের মা হতে চলেছেন ভারতী সিং

১৫

টিকা থেকে একটি শিশুও যেন বাদ না যায় : স্বাস্থ্য উপদেষ্টা 

১৬

কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি, জানুন কী বলছে গবেষণা

১৭

ধোপাদিঘিতে মাছ মরে ছড়াচ্ছে দুর্গন্ধ, ওয়াকওয়ে বন্ধ ঘোষণা

১৮

জামায়াত আমিরের সঙ্গে ঢাকার আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

১৯

চ্যাটজিপিটিতে নতুন ফিচার চালু

২০
X