কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের সঙ্গে কখনো কথা হয়নি আরেফীর : ডিবিপ্রধান হারুন

কাশিমপুর কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিবিপ্রধান হারুন অর রশিদ। ছবি : কালবেলা।
কাশিমপুর কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিবিপ্রধান হারুন অর রশিদ। ছবি : কালবেলা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীর কখনো কথা হয়নি। তবে ২০২১ সালে করোনা মহামারির সময় ১০-১৫ জনের একটি জুম মিটিংয়ে একবার বাইডেনের স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আরেফীকে জিজ্ঞাসাবাদ শেষে কারা ফটকে সাংবাদিকদের হারুন এসব তথ্য জানান।

কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঢাকায় বিএনপির ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, পুলিশের গায়ে আঘাত করা, একজন পুলিশ সদস্যকে হত্যা ও সন্ধ্যায় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে সঙ্গে নিয়ে হাসান সোহরাওয়ার্দীর পার্টি অফিসে গিয়ে সংবাদ সম্মেলন একসূত্রে গাঁথা। এর সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা জড়িত। আমরা তাদের অনেককে ধরে এনেছি, জিজ্ঞাসাবাদ করছি।’

ডিবিপ্রধান বলেন, ‘আমরা সাবেক সেনা কর্মকর্তা হাসান সোহরাওয়ার্দীকে জিজ্ঞাসাবাদ করেছি, সেখান যে গরমিল ছিল তা জানতে কাশিমপুর কারাগারে এসেছি। জিজ্ঞাসাবাদে আরেফী বলেছেন, তিনি ওই সেনা কর্মকর্তার ট্র্যাপে পড়েছেন। তার কথাতেই মিথ্যা পরিচয়ে বক্তব্য রাখেন।’

ডিবিপ্রধান আরও বলেন, ‘সাবেক সেনা কর্মকর্তা হাসান সোহরাওয়ার্দী জিজ্ঞাসাবাদে আমাদের কাছে সব তথ্যই বলেছে। কয়েকটি জায়গায় আমাদের যে সামান্য সমস্যা ছিল আরেফীকে জিজ্ঞাসাবাদ করে তার সমাধান করেছি। আরেফী ওই সেনা কর্মকর্তার ট্র্যাপে পড়েছেন বলে স্বীকার করেছেন। তিনি বলেছেন, আমেরিকা থেকে আসার পরে হাসান সোহরাওয়ার্দী বিএনপির কয়েকজন নেতার নাম্বার দিয়েছেন কথা বলার জন্য। আমি তাদের সঙ্গে কথা বলেছি। কথা বলার সময় সোহরাওয়ার্দী আমাকে শিখিয়ে দিয়েছে, তাকে যেন হাইলাইড করে কথা বলি। বিএনপি-জামায়াত যদি ক্ষমতায় আসে তবে হাসান সোহরাওয়ার্দী যে রুল প্লে করছে তার জন্য তারা তাকে মন্ত্রী বানাতে পারে। তখন তিনি আরেফীর দিকে খেয়াল রাখবেন।’

কারাগার সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে নিয়ে আসা হয়। এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। পরে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ, টিকিটের মূল্য প্রকাশ

‘শ্রমিক শোষণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি’

ইতিহাস গড়া তাইজুলকে নিয়ে যা বললেন সাকিব

ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে নাচলেন রণবীর

উপাচার্য-ভিপির মন গলাতে ঢাবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী মোনাজাত 

শেষ হলো রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট

‘আঁচলে ফল বা পাতা পড়লেই মিলবে সন্তান’

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

রাজধানীতে আজ কোথায় কী

১০

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

১১

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

১২

২৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৪

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

১৫

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

১৬

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

১৭

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৮

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

১৯

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

২০
X