ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত আাসামি আবদুল হককে ১০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে উপজেলার পাইথল গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামি আবদুল হক ২০১২ সালে গয়েশপুর খাদ্য গুদামে হামলা চালিয়ে কর্মকর্তাদের মারধর করে চাল লুট করে নেন। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকায় ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ আবদুল হকের দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।
পাগলা থানার ওসি রাজু আহাম্মদ জানান, আসামি আবদুল হককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন