আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভোলার সদর উপজেলায় একটি বেসরকারি হিমাগারে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে এই অভিযান চালানো হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আলু মজুতের বিষয়টি খতিয়ে দেখেন এবং আলু সংরক্ষণকারীদের তালিকা অফিসে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘সরকার সারা দেশে হিমাগারের আলুর ২৭ টাকা মূল্য নির্ধারণ করে দিয়েছে। আলুর দাম বৃদ্ধিতে কোনো সিন্ডিকেট জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছি।’
তিনি আরও বলেন, ‘এই হিমাগারে খাবার আলু বিক্রি করার মতো কোনো আলু পাওয়া যায়নি। বর্তমানে যে আলু রয়েছে তা বীজের জন্য সংরক্ষণ করা আছে। এখানে প্রায় ১১ হাজার বস্তার মতো আলু আছে। আলু সিন্ডিকেট করে রেখেছে এমন যদি কারও সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন