ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেনকে আটক করেছে ভোলা থানা পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে ভোলা শহরের কালি খোলা নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভোলা মডেল থানার ওসি শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাকে কোন অভিযোগে আটক করা হয়েছে তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বিএনপির ডাকা অবরোধের পক্ষে মিছিল করছিলেন। এ সময় পুলিশ বিএনপি নেতা কবির হোসেনকে আটক করে।
মন্তব্য করুন