ভোলা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউসকে আটক করেছে ভোলা থানা পুলিশ। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা উকিল পাড়া সরকারি টাউন স্কুলসংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, অবরোধের সমর্থনে মিছিল করতে রাস্তায় জড়ো হতে থাকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। খবর পেয়ে ভোলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা পালিয়ে যেতে থাকে। এ সময় ভোলা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউসকে আটক করে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উকিল পাড়া সরকারি টাউন স্কুলের সমনে থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হলেও বিষয়টি নিশ্চিতের জন্য রাত পৌনে ১২টা পর্যন্ত থানার বিভিন্ন কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও আটকের বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি তারা। অবশেষে রাত ১২টার দিকে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন অভিযোগে আটক করা হয়েছে, তা জানা যায়নি।
মন্তব্য করুন