বাগেরহাটের ফকিরহাটে নাশকতা মামলায় বিএনপির চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বুধবার (৮ নভেম্বর) রাতে বিভিন্ন এলাকা থেকে খুলনা র্যাব-৬ এর একটি অভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের ফকিরহাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন ফকিরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম (৫৬)। অন্যরা হলেন মিঠুন চন্দ্র রায় (৩৫), হেলাল উদ্দিন (৩৫) এবং মনিরুল ইসলাম (৫২)। গ্রেপ্তাররা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, নাশকতা মামলায় র্যাব চারজনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন