ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি ইটভাটার মালিক মামুন শিকদারকে (৩৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। এ সময় রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করা হয়।
মামুন শিকদার ঈশ্বরদী গ্রামের মৃত মুজিবর শিকদারের ছেলে। মামুন শিকদার আজিমনগর ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে যুবলীগ নেতা মামুনকে একা পেয়ে ধান খেতে নিয়ে সিনেমা স্টাইলে পেটানো হয়।
এ ঘটনায় শুক্রবার (১০ নভেম্বর) সকালে যুবলীগ নেতার ভাই সুমন শিকদার বাদী হয়ে ভাংগা থানায় মামলা করেছেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, এলাকায় দুটি গ্রুপ রয়েছে। একটি গ্রুপের নেতৃত্ব দেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতালেব মাতুব্বর ও তার ভাই সুমন। অন্য পক্ষের নেতৃত্ব দেন ফারুক তালুকদার ও যুবলীগ নেতা মামুন। ইটভাটা ও গ্রাম্য দলাদলি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামুনের ভাই সুমন শিকদার জানান, বৃহস্পতিবার সকালে মামুন তার পুলিয়া নয়াকান্দার ইটের ভাটায় যাচ্ছিলেন। তখন ফারুক তালুকদার, বেলায়েত শিকদার ও কালা হাওলাদারসহ ১০ থেকে ১২ জন মামুনকে হত্যার পরিকল্পনায় ওঁৎ পেতে থাকে। রাস্তায় একা পেয়ে মামুনকে মোটরসাইকেল থেকে ধরে নিয়ে পার্শ্ববর্তী ধান ক্ষেতে নিয়ে হাতুড়ি ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন মামুন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান হাওলাদার বলেন, ওই এলাকায় মূলত তালুকদারদের জায়গা জমি ভয়ভীতি দেখিয়ে একরকম জোরপূর্বক নিতে চায় সাবেক চেয়ারম্যান মোতালেব ও মোখলেসুর রহমান সুমন। এরা দুই ভাই জমি না দিলেই মারামারি ও ভয় দেখিয়ে জমি নেওয়ার চেষ্টা করে। যে কোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি প্রশাসনের কঠিন হস্তে নজর দেওয়া উচিত বলে মনে করি। এ ঘটনায় ভাংগা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে মামুনকে মেরে গুরুতর আহত করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও বেশকিছু লাঠিসোঠা উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এর আগেও একজনকে রগ কাটার ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন