লক্ষ্মীপুরের রামগতিতে মালবাহী ট্রাকের ধাক্কায় আরিফ হোসেন (১৮) ও মমিন উল্যা (২০) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রামদয়াল বাজার এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। রামগতি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আরিফ উপজেলার চর আলগী গ্রামের মো. সেলিমের ছেলে ও মমিন একই এলাকার মনির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ ও মমিন মোটরসাইকেলে করে আলেকজান্ডার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আরিফ ও মমিন ঘটনাস্থলেই মারা যান।
রামগতি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন