ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড় দারোগাহাট এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। শনিবার (১১ নভেম্বর) সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, ‘শনিবার সকালে মহাসড়কের বড় দারোগাহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় পেছনের ট্রাকের চালকের সহকারী ট্রাকের নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।’
কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি মহাসড়কের বড় দারোগারহাট এলাকায় অবৈধভাবে পার্কিং করে দাঁড়িয়ে ছিল। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। চালকের চোখে ঘুম থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। ট্রাক দুটির চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
মন্তব্য করুন