

চলতি বছরের ঈদুল ফিতরের আনন্দে এবার রুপালি পর্দায় যুক্ত হতে যাচ্ছে রক্তচক্ষু রোমাঞ্চ। দেশের বহুল আলোচিত অভিনেতা সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’ মুক্তির আগেই দর্শকমনে কাঁপন ধরিয়েছে। ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নির্দেশনায়, দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে শুরু হয়েছে এই প্রতীক্ষিত সিনেমার শুটিং। ইতোমধ্যেই শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দিয়েছে ‘রাক্ষস’ টিম। যেখানে সিয়ামের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
জানা যায়, শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের চিত্রায়ণ করা হবে। গত মাসে ঢাকায় সিনেমাটির কাজ শুরু হয়েছিল, যার প্রথম লুকে সিয়ামের ভিন্নধর্মী উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। শ্রীলঙ্কায় কাজ শেষ করে ইউনিট আবার ঢাকায় ফিরবে। বাকি অংশের শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে সিনেমাটি রোজার ঈদে মুক্তির জন্য চূড়ান্ত করা হবে।
প্রসঙ্গত, রাক্ষস সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এর আগে ২০২১ সালে মুক্তি প্রাপ্ত ‘প্রেম-টেম’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর। ছবিটি পরিচালনা করেছেন অনিন্দ্য চ্যাটার্জি। এ ছাড়া চেঙ্গিজ’ ও ‘মানুষ’র মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন এই সুন্দরী।
মন্তব্য করুন