গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে ব্যাহত করছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিন। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ফুলপুর ভাষাসৈনিক এম সামছুল হক চত্বরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফুলপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর অনুষ্ঠানে সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র শশধর সেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন