খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে দল বেঁধে আসছেন নেতাকর্মীরা। জনসভাস্থল খুলনার সার্কিট হাউস মাঠ ও তার আশপাশের এলাকায় দুপুর ১২টায় মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এই জনসভা উপলক্ষে ২০টি এলইডি স্ক্রিনে অনুষ্ঠান লাইভ দেখানো হচ্ছে। এ ছাড়া তোরণ, পোস্টার, ব্যানার-ফেস্টুনে মোড়ানো হয়েছে পুরো শহর।
সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মিছিল-স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভাস্থল ও আশপাশের এলাকা। নগরজুড়ে সাজ সাজ রব। এদিকে জনসভাস্থল ও তার আশপাশের এলাকায় মানুষের চাপ নিয়ন্ত্রণে ও প্রধানমন্ত্রীর জনসভা বেশি মানুষের কাছে পৌঁছে দিতে মহানগরীতে বসানো হয়েছে ২০টি ডিজিটাল এলইডি স্ক্রিন। জনসভা এলাকার চারদিকে বসানো হয়েছে এ স্ক্রিনগুলো। এ ছাড়া ৪০০টি মাইক স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে খুলনা নগরীকে।
মন্তব্য করুন